স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা

গভীর রাতে কিষাণগঞ্জে অবরোধ ওঠার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলি ছাড়তে শুরু করেছে। তবে, ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে আগামিকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আজ নির্ধারিত সময়েই সকাল ছটা পঁয়তিরিশ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়েছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

Updated By: Oct 13, 2011, 02:54 PM IST

গভীর রাতে কিষাণগঞ্জে অবরোধ ওঠার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলি ছাড়তে শুরু করেছে। তবে, ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে আগামিকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আজ নির্ধারিত সময়েই সকাল ছটা পঁয়তিরিশ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়েছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছ-ঘণ্টা দেরিতে চলছে। ছ-ঘণ্টা দেরিতে চলছে গুয়াহাটি-রাজধানী এক্সপ্রেস। চার ঘণ্টা দেরিতে চলছে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস। ডাউন পদাতিক এক্সপ্রেস ও ডাউন দার্জিলিং মেল চলছে বারো ঘণ্টা দেরিতে। কিষাণগঞ্জে রেল অবরোধের জেরে গতকাল সন্ধের পরিবর্তে আজ সকালে ছাড়ে ডাউন দার্জিলিং মেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে রাতভর আটকে পড়েন যাত্রীরা। চরম ভোগান্তির শিকার হন তাঁরা।

.