এখনও ফেরার হাওড়ার নৃশংস কন্ডাকটর

হাওড়ায় কন্ডাকটরের তিন ছাত্র কে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়নি অভিযুক্তরা। মঙ্গলবার ভাড়া না দেওয়ায় বাস থেকে ৩ ছাত্রকে ধাক্কা মারে কন্ডাক্টর। চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়। এরপর চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায় চালক। পলাতক বাসের কন্ডাক্টরও।

Updated By: Oct 18, 2012, 03:10 PM IST

হাওড়ায় কন্ডাকটরের তিন ছাত্র কে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়নি অভিযুক্তরা। মঙ্গলবার ভাড়া না দেওয়ায় বাস থেকে ৩ ছাত্রকে ধাক্কা মারে কন্ডাক্টর। চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়। এরপর চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায় চালক। পলাতক বাসের কন্ডাক্টরও।
এদিকে এই দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তার তদন্ত শুরু করে পুলিস জানতে পেরেছে, বেআইনিভাবে রুট পরিবর্তন করে একাধিক বাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগও তেমনটাই। পারমিট অনুযায়ী জিটি রোডের পর অবনী দত্ত রোডে ঢোকার কথা থাকলেও অনেক বাসই সালকিয়া চৌরাস্তা, বাঁধাঘাট হয়ে হাওডা স্টেশন আসে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। এদিকে বাস সংগঠনের নেতাদের দাবি, ছাত্রদের থেকে ভাড়া আদায় না করতে আগেই কন্ডাক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে ভাড়ার জন্য ছাত্রকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এমন ঘটনা প্রমাণ করতে পারলে পুলিস আইনানুগ ব্যবস্থা নিক।

.