লড়াই চলছিল, তাই গুলিবিদ্ধ খোকনকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি!
লড়াই চলছিল। তাই গুলিবিদ্ধ খোকন শেখকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিত্সকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে খোকনের। আশ্চর্য এক লড়াই চলছে । হয় পক্ষ নয় প্রতিপ্রক্ষ। হয় গদাধরের নয় কাজলের। মাঝখানে কেউ নেই। নানুরকে শত্রু কিম্বা মিত্র শিবিরে ভাগ করে দিয়েছে রাজনীতি। আর সেই কারবারের লাভ-ক্ষতির হিসেবে মৃত্যু হল খোকন সেখের। কাজ থেকে বাড়ি ফিরছিলেন। নানুরের সিঙ্গি গ্রামে বাড়ি।
ওয়েব ডেস্ক: লড়াই চলছিল। তাই গুলিবিদ্ধ খোকন শেখকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিত্সকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে খোকনের। আশ্চর্য এক লড়াই চলছে । হয় পক্ষ নয় প্রতিপ্রক্ষ। হয় গদাধরের নয় কাজলের। মাঝখানে কেউ নেই। নানুরকে শত্রু কিম্বা মিত্র শিবিরে ভাগ করে দিয়েছে রাজনীতি। আর সেই কারবারের লাভ-ক্ষতির হিসেবে মৃত্যু হল খোকন সেখের। কাজ থেকে বাড়ি ফিরছিলেন। নানুরের সিঙ্গি গ্রামে বাড়ি।
গুলিবিদ্ধ হওয়ার প্রায় দু ঘণ্টা পর বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানিয়েছেন হাসপাতালে আসতে বড় দেরি হয়েছে। প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে খোকনের। দিনমজুর---খাবারই ঠিক করে জোটেনা। অত রক্ত কোথায় শরীরে। তবু লড়াই, তবু রক্তের হোলি।