খড়গপুরে জোট ভাঙল
কংগ্রেস ও তৃণমূলের জোট জটিলতার ছায়া এবার স্থানীয় রাজনীতিতেও। দুর্নীতি এবং কাজে বেনিয়মের অভিযোগে খড়গপুর পুরসভায় তৃণমূলের বোর্ডের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল কংগ্রেস।
কংগ্রেস ও তৃণমূলের জোট জটিলতার ছায়া এবার স্থানীয় রাজনীতিতেও। দুর্নীতি এবং কাজে বেনিয়মের অভিযোগে খড়গপুর পুরসভায় তৃণমূলের বোর্ডের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল কংগ্রেস। ৩৫ সদস্যের বোর্ডে তৃণমূলের সদস্য ১৫ জন। কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর বাইরে থেকে বোর্ডকে সমর্থন করছিলেন। সমর্থন তুলে নেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়েছে তৃণমূল পরিচালিত বোর্ড। দীর্ঘদিন ধরেই পুরবোর্ড ও চেয়ারম্যানের কাজকর্মে অখুশি ছিলেন কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান রবিশঙ্কর পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দেন। পুরসভায় ৪ জন বাম ও একজন বিজেপি কাউন্সিলর রয়েছেন। তবে শিলিগুড়ি মডেলে কংগ্রেস ও বামেরা একযোগে বোর্ড গঠন করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।