দিনভর উত্তপ্ত কেশপুর

বোমাবাজি, সিপিএম তৃণমূল সংঘর্ষ। বিরোধী এজেন্টকে মারধর, অপহরণের অভিযোগ। দিনভর উত্তপ্ত রইল পশ্চিম মেদিনীপুরের কেশপুরও।

Updated By: Apr 11, 2016, 09:45 PM IST
দিনভর উত্তপ্ত কেশপুর

ওয়েব ডেস্ক: বোমাবাজি, সিপিএম তৃণমূল সংঘর্ষ। বিরোধী এজেন্টকে মারধর, অপহরণের অভিযোগ। দিনভর উত্তপ্ত রইল পশ্চিম মেদিনীপুরের কেশপুরও।

সিপিএম-তৃণমূল সংঘর্ষ
বিরোধী এজেন্ট অপহরণ
উত্তপ্ত কেশপুর

ভোটের সকালেই বোমা পড়ল কেশপুরের গড়গজপোতায়। সংঘর্ষে জড়াল সিপিএম-তৃণমূল। গুরুতর আহত এক তৃণমূল ও এক সিপিএম কর্মী। আধাসেনা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এজেন্ট অপহরণ

বিরোধী এজেন্ট অপহরণের উঠল ঝাঁটিয়ারায়। বুথে ঢোকার মুখে সাহাগত মির্জা ও শেখ আনসারকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।স্কুলের সামনের গাড়ি থেকে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ।

আক্রান্ত বিরোধীরা

বাম এজেন্টকে বসতে দেওয়া উত্তেজনা ছড়াল চড়কায়। ১৪২ নং বুথের এজেন্ট শেখ আরেফুল আলির অভিযোগ, অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। আরও ২ সিপিএম কর্মীকেও মারধরের অভিযোগ ওঠে। চড়কায় দুপক্ষের মধ্যে বোমাবাজি হয়।
আক্রান্ত মহিলা এজেন্ট

ধান্যগাড়ায় বিরোধী দলের মহিলা এজেন্টকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো ও গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আরেক সিপিএম এজেন্ট শেখ সোহরাব আলিকেও বুথ থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।

"প্রমাণ দিলে ব্যবস্থা'

যদিও, সব অভিযোগই  উড়িয়ে দিয়েছে শাসক শিবির।

 

.