ফের কেশপুরে সশস্ত্র দুষ্কৃতিদের হামলা, দুষ্কৃতিরা তৃণমূল আশ্রিত অভিযোগ গ্রামবাসীদের

ফের কেশপুরে সন্ত্রাস চালাল কিছু সশস্ত্র দুষ্কৃতিরা। কেশপুরের থারউ গ্রামে গত কাল রাতে ঘটনাটি ঘটে। এখন আতঙ্কে রয়েছেন গ্রামবাসিরা। তাঁদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। আরও অভিযোগ ওঠে পুলিসের নিস্ক্রিয় ভূমিকা নিয়ে।

Updated By: Mar 20, 2014, 11:16 AM IST

ফের কেশপুরে সন্ত্রাস চালাল কিছু সশস্ত্র দুষ্কৃতিরা। কেশপুরের থারউ গ্রামে গত কাল রাতে ঘটনাটি ঘটে। এখন আতঙ্কে রয়েছেন গ্রামবাসিরা। তাঁদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। আরও অভিযোগ ওঠে পুলিসের নিস্ক্রিয় ভূমিকা নিয়ে।

বুধবার রাত্রে হামলা চালায় জনা পঞ্চাশেক সশস্ত্র দুষ্কৃতী। গ্রামবাসীদের মারধর, বাড়ি ভাঙচুর এবং মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি বাইক নিয়ে জনাপঞ্চাশেক দুষ্কৃতী গ্রামে তাণ্ডব চালায়। অভিযোগ, বাড়ি ঢুকে মহিলাদের উপর চড়াও হয় তারা। চলে গুলি, বোমাবাজি। এর পরে গ্রামবাসীরা প্রতিরোধ করলে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বাইক ও বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি বেশ কিছুদিন ধরেই গ্রামে হুমকি দিচ্ছিল ওই দুষ্কৃতীরা।

.