কাঁকসায় হাতির তাণ্ডব

দুর্গাপুরের কাঁকসা গ্রামে তাণ্ডব চালাল একটি দাঁতাল। রবিবার রাতে বীরভূম থেকে অজয় নদী পেরিয়ে গ্রামে ঢোকে ওই দাঁতালটি। বনদফতর ও পুলিসের লোকজন যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার ভোরে হাতিটিকে গ্রাম থেকে বের করতে সক্ষম হয়। সেটিকে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলের ঢুকিয়ে দেওয়া হয়েছে।

Updated By: Mar 26, 2012, 02:13 PM IST

দুর্গাপুরের কাঁকসা গ্রামে তাণ্ডব চালাল একটি দাঁতাল। রবিবার রাতে বীরভূম থেকে অজয় নদী পেরিয়ে গ্রামে ঢোকে ওই দাঁতালটি। বনদফতর ও পুলিসের লোকজন যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার ভোরে হাতিটিকে গ্রাম থেকে বের করতে সক্ষম হয়। সেটিকে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলের ঢুকিয়ে দেওয়া হয়েছে।
দাঁতালের তাণ্ডবে বেশকিছু জমির ফসল নষ্ট হয়েছে। শনিবার বর্ধমানের গলসি ও বুদবুদ এলাকায় তাণ্ডব চালিয়েছিল দুটি হাতি। দুজন গ্রামবাসী আহত হয়েছিলেন। দাঁতালের আক্রমণে বেশ কয়েকটি গৃহপালিত পশুর মৃত্যুও হয়। এভাবে জনবসতি এলাকায় হাতির তাণ্ডবের ঘটনা বেড়ে চলায় আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন।           

.