বেআইনি জলাজমি ভরাট রুখল ২৪ ঘণ্টার খবরের জেরে
চব্বিশ ঘণ্টার খবরের জের। টনক নড়ল পুরসভার। কাঁকিনাড়ায় ভরাট হতে চলা ঝিল ফের খুঁড়ে দেওয়া হল। বেআইনিভাবে জলাজমি ভরাটের অভিযোগে এফআইআর করা হল এক জমি দালালের বিরুদ্ধে।
কাঁকিনাড়া: চব্বিশ ঘণ্টার খবরের জের। টনক নড়ল পুরসভার। কাঁকিনাড়ায় ভরাট হতে চলা ঝিল ফের খুঁড়ে দেওয়া হল। বেআইনিভাবে জলাজমি ভরাটের অভিযোগে এফআইআর করা হল এক জমি দালালের বিরুদ্ধে।
রাতের অন্ধকারে তো বটেই, প্রকাশ্য দিবালোকেও চলছিল পুকুর ভরাট। পুরসভার নিষেধের তোয়াক্কা না করেই জমি মাফিয়ারা এই কাজ চালিয়ে যাচ্ছিল দিনের পর দিন। মুখ খুললে মিলছিল প্রাণনাশের হুমকি। উত্তর চব্বিশ পরগণার কাঁকিনাড়ার ঝিলবাগানপাড়ায় এভাবেই উধাও হয়ে যাচ্ছিল একটার পর একটি পুকুর। স্থানীয় জমি মাফিয়া টিটোর নামে ওঠে মূল অভিযোগ। চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের চব্বিশ ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসে ভাটপাড়া পুরসভা। শুক্রবার পুরকর্মীরা বুলডোজারের সাহায্যে ঝিল সাফাইয়ের কাজে হাত লাগান।
প্রশাসনের টনক নড়েছে। ঝিলবাগানপাড়াও ঝিলশূন্য হয়ে যাবে না। তাই খুশি এলাকাবাসী। বেআইনিভাবে জলাজমি ভরাটের অভিযোগে সুব্রত হাজরা নামে এক জমি দালালের বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর দায়ের করা হয়েছে।