কংসাবতীর গর্ভ থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি

কংসাবতী থেকে বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়। কংসাবতীর গর্ভ থেকে বেশি কিছুদিন ধরেই অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ। আর তা নিয়েই রায়পুর থানাড়া ও পাঁচকোলা গ্রামের বাসিন্দাদের সঙ্গে বালি পাচারকারীদের বচসা বেধে যায়। এদিন ফের তাদের সঙ্গে বচসা বাধে বিক্রমপুর ও চাতালি গ্রামের মানুষদের। তাঁদের অভিযোগ, বোল্ডার ও নৌকা নিয়ে অবৈধভাবে দিনের পর দিন বালি তুলে পাচার করছে বালি মাফিয়ারা। ফলে বর্ষাকালে নদী ভাঙনের কবলে পড়তে হবে গ্রামবাসীদের। অবিলম্বে বালি তোলা বন্ধের দাবিতে বালিবোঝাই লরি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা ছড়ায়। সারেঙ্গা ও রায়পুর থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।

Updated By: Jul 8, 2015, 02:23 PM IST
কংসাবতীর গর্ভ থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি

ওয়েব ডেস্ক: কংসাবতী থেকে বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়। কংসাবতীর গর্ভ থেকে বেশি কিছুদিন ধরেই অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ। আর তা নিয়েই রায়পুর থানাড়া ও পাঁচকোলা গ্রামের বাসিন্দাদের সঙ্গে বালি পাচারকারীদের বচসা বেধে যায়। এদিন ফের তাদের সঙ্গে বচসা বাধে বিক্রমপুর ও চাতালি গ্রামের মানুষদের। তাঁদের অভিযোগ, বোল্ডার ও নৌকা নিয়ে অবৈধভাবে দিনের পর দিন বালি তুলে পাচার করছে বালি মাফিয়ারা। ফলে বর্ষাকালে নদী ভাঙনের কবলে পড়তে হবে গ্রামবাসীদের। অবিলম্বে বালি তোলা বন্ধের দাবিতে বালিবোঝাই লরি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা ছড়ায়। সারেঙ্গা ও রায়পুর থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।

.