শাসকের শাসানিতে কামদুনিতে বন্ধ হল ২৪ ঘণ্টার অনুষ্ঠান

সোমবার কামদুনি থেকে ২৪ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সব ঠিকঠাক। আচমকাই স্থানীয় তৃণমূল নেতাদের হুমকিতে সব বন্ধ হয়ে গেল।

Updated By: Oct 8, 2013, 09:25 AM IST

সোমবার কামদুনি থেকে ২৪ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সব ঠিকঠাক। আচমকাই স্থানীয় তৃণমূল নেতাদের হুমকিতে সব বন্ধ হয়ে গেল।
খোঁজ নেওয়ার চেষ্টা করে জানা গেল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুদার একটা ফোন পেয়েই নাকি আমাদের অনুষ্ঠান ভেস্তে দিতে ময়দানে নেমে পড়েছিল কামদুনির তৃণমূলের নেতা-অনুগামীরা। ফলে আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দীকে দেদার হুমকি, হেনস্থার মুখে পড়তে দেখেও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রইল পুলিস।
এর আগেও বহুবার অভিযোগ উঠেছিল শাসকদলের হুমকিতে কামদুনির আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে। সোমবার হাতানাতে তার প্রমাণ পাওয়া গেল।

সোমবার, গণধর্ষণ ও খুনের সেই ঘটনার ঠিক চার মাস পূর্তির দিনে কামদুনিতে হল স্মরণ অনুষ্ঠান। কামদুনি বোঝাল, প্রতিবাদ-আন্দোলন প্রত্যাহারের প্রশ্ন নেই। ঠিক চার মাস আগে,৭ জুন কামদুনির কলেজ ছাত্রীটিকে খুন করা হয়। যদিও কামদুনিতে শান্তিরক্ষা কমিটির রক্তদান শিবিরে যোগ দিলেন কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্যরাও।
তবে তাঁরা সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রতিবাদী মঞ্চ তুলে দেওয়ার পরিকল্পনা তাঁদের নেই। রক্তদান শিবিরে চার মন্ত্রী, পাঁচ বিধায়কের উপস্থিতিই প্রমাণ করল, কামদুনি সরকারের কাছে কত বড় কাঁটা।  

.