বিচার চেয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে নির্যাতিতার পরিবার

স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার। কিন্তু মাঝপথেই থমকে গিয়েছে জীবন। ধর্ষণ করে খুন করা হয়েছে সাদামাটা কলেজ পড়ুয়া মেয়েটিকে। শনিবার কামদুনি কাণ্ডের তিনমাস পূরণ হল। এখনও মেলেনি সুবিচার। দোষীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার গ্রামে মিছিল করে কামদুনি প্রতিবাদ মঞ্চ। বিচার চেয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে নির্যাতিতার পরিবার।

Updated By: Sep 8, 2013, 09:19 AM IST

স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার। কিন্তু মাঝপথেই থমকে গিয়েছে জীবন। ধর্ষণ করে খুন করা হয়েছে সাদামাটা কলেজ পড়ুয়া মেয়েটিকে। শনিবার কামদুনি কাণ্ডের তিনমাস পূরণ হল। এখনও মেলেনি সুবিচার। দোষীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার গ্রামে মিছিল করে কামদুনি প্রতিবাদ মঞ্চ। বিচার চেয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে নির্যাতিতার পরিবার।
তিনমাস আগে মৃত্যু হয়েছিল একটা স্বপ্নের। থেমে গিয়েছিল গ্রামের কলেজ পড়ুয়া মেয়েটির শিক্ষিকা হওয়ার লড়াই। গ্রামেরই কয়েকজনের বিকৃত মানসিকতার শিকার হতে হয়েছিল তাকে। শনিবার সেই কালো ঘটনার তিনমাস পূরণ হল। শনিবার গ্রামে মিছিল করল কামদুনি প্রতিবাদী মঞ্চ। আয়োজন করা হয় এক স্মরণসভারও।
 
কামদুনি প্রতিবাদী মঞ্চের পাশাপাশি, এদিন স্মরণসভায় অংশ নেন সুটিয়া ও গাইঘাটা প্রতিবাদী মঞ্চের সদস্যরাও। হাজির ছিলেন সমীর আইচ, বোলান গঙ্গোপাধ্যায়, শাশ্বতী ঘোষ সহ বুদ্ধিজীবীরা। কয়েকজন ধরা পড়লেও, এখনও পলাতক এক অভিযুক্ত। তিনমাস কেটে গেলেও মেলেনি সুবিচার। বিচারের দাবিতে সরব কামদুনি।

.