কামদুনির সত্য এবার আমিরের দরবারে

কামদুনির লড়াই এবার আমির খানের সত্যমেব জয়তেতে। টেলিভিশন শোয়ের দ্বিতীয় পর্যায়ে থাকবে কামদুনির কথাও। আজ কামদুনিতে গিয়েছিল সত্যমেব জয়তের টিম। গ্রাম ঘুরে শুটিংয়ের পাশাপাশি  তাঁদের কথা হল কামদুনির প্রতিবাদী মানুষের সঙ্গে।

Updated By: Jul 31, 2013, 11:16 PM IST

কামদুনির লড়াই এবার আমির খানের সত্যমেব জয়তেতে। টেলিভিশন শোয়ের দ্বিতীয় পর্যায়ে থাকবে কামদুনির কথাও। আজ কামদুনিতে গিয়েছিল সত্যমেব জয়তের টিম। গ্রাম ঘুরে শুটিংয়ের পাশাপাশি  তাঁদের কথা হল কামদুনির প্রতিবাদী মানুষের সঙ্গে।
কামদুনি। উত্তর ২৪ পরগণার এই ছোট্ট গ্রামের প্রতিবাদী স্বর পৌঁছে গিয়েছে রাইসিনা হিলস পর্যন্ত। গ্রামের মেয়ে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে যে লড়াই শুরু করেছিলেন কামদুনি মানুষ এবার সেই লড়াইয়ের শরিক হচ্ছেন আমির খান। তাঁর সত্যমেব জয়তের দ্বিতীয় পর্যায়ে থাকছে এই গ্রামের মানুষের লড়াইয়ের কথা।
নারী নির্যাতনের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে গোটা গ্রাম। রাজনীতির রং দূরে সরিয়ে রেখে নিজেদের লড়াই জারি রেখেছেন কামদুনির মানুষ। লড়াইয়ে তারা পাশে পেয়েছিলেন বাংলার বুদ্ধিজীবীদের। এবার পাশে আমিরও।
বুধবার সত্যমেব জয়তের টিম ঘুরে দেখল কামদুনি। কথা হল কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে। টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে  চালিয়ে যাচ্ছেন লড়াই। কামদুনির সেই প্রতিবাদী স্বরকেই এবার কুর্নিশ জানাল সত্যমেব জয়তে।

.