বাংলায় পর্যটনের উন্নতিতে নতুন করে সাজছে কালনা রাজবাড়ি

Updated By: Dec 26, 2014, 02:45 PM IST
বাংলায় পর্যটনের উন্নতিতে নতুন করে সাজছে কালনা রাজবাড়ি

বাংলার পর্যটন মানচিত্রে নতুন করে স্থান পেল কালনা। ঝলমলে আলোয় সেজে উঠেছে কালনা রাজবাড়ির মন্দির চত্বর। নতুন সাজে শতাব্দী প্রাচীন ইতিহাসকে দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই।

শীতের উইকএন্ডে কী আপনি ছুটি কাটাতে বেরিয়ে পড়েন কোন অফবিট ডেস্টিনেশনে? সেক্ষেত্রে আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে বর্ধমানের কালনা। কারণ কালনা রাজবাড়ি সংলগ্ন মন্দির চত্বর সেজে উঠেছে রকমারি আলোয়। প্রায় ছাপান্ন লক্ষের বেশি টাকা খরচ করে কালনা পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে নতুন সাজে সেজে উঠেছে বর্ধমান মহারাজার আমলে তৈরি মন্দিরগুলি।

মন্দির চত্বরে রয়েছে একশ আটটি শিবমন্দির, টেরাকোটার প্রতাপেশ্বর মন্দির ও পঁচিশ চূড়া মন্দির। স্থানীয়রা তো বটেই, আলোকসজ্জা দেখতে আসছেন অন্য রাজ্যের পর্যটকরাও। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অনুমতি মেলেনি। তাই ইচ্ছে থাকলেও বিষ্ণুপুরের মন্দিরের মত লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করতে পারেনি রাজ্য সরকার। তবে এটুকু প্রাপ্তিই বা কম কী! পর্যটন দফতরের আশা, এবার পর্যটনে জোয়ার আসবে কালনায়।

 

.