বাম থেকে ডানে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি, দখল নেবে তৃণমূল

উত্তর দিনাজপুরে তৃণমূলের দখলে আসতে চলেছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি। পুরসভার পর এবার পঞ্চায়েত সমিতির নয় বাম ও কংগ্রেস সদস্য যোগ দিতে চলেছেন তৃণমূলে। 

Updated By: Oct 27, 2016, 10:47 AM IST
বাম থেকে ডানে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি, দখল নেবে তৃণমূল

ওয়েব ডেস্ক: উত্তর দিনাজপুরে তৃণমূলের দখলে আসতে চলেছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি। পুরসভার পর এবার পঞ্চায়েত সমিতির নয় বাম ও কংগ্রেস সদস্য যোগ দিতে চলেছেন তৃণমূলে। 

পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ সাত বাম ও দুই কংগ্রেস সদস্য এখন কলকাতায়। তাঁদের সঙ্গে রয়েছেন কালিয়াগঞ্জের পুরসভার চেয়ারম্যান কার্তিক পাল ও তৃণমূল নেতা অসীম ঘোষ। চব্বিশ আসনের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে পনেরোটি আসন পেয়ে বোর্ড গঠন করে বামফ্রন্ট। কংগ্রেসের ছিল ৭টি আসন। তৃণমূলের ছিল ২টো আসন। আগেই কংগ্রেস ও বামেদের দুই সদস্য তৃণমূলে যোগ দেন।  এবার ৭ বাম ও ২ কংগ্রেসে সদস্য তৃণমূলে যোগ দিলে তেরো আসন পেয়ে যাবে তৃণমূল। অর্থাত্‍ ম্যাজিক ফিগারে পৌছে যাবে জোড়াফুল শিবির। জেলা তৃণমূল সূত্রের খবর, আগামিকাল বাম ও কংগ্রেস সদস্যরা যোগ দেবেন তৃণমূলে।

.