রেশন ডিলারদের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ খাদ্যমন্ত্রী

রেশন ডিলারদের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ,কিছু অসাধু রেশন ডিলার অত্যন্ত নিম্নমানের খাদ্যসরবরাহ করছেন। খাদ্যমন্ত্রীর পরামর্শ, অসাধু উপায়ে মুনাফা অর্জন না করে সঠিক পথে ব্যবসা করুন। সঠিক গুনমানের খাদ্য বিলি করলে ডিলারদের ইনসেনটিভ দেওয়ার কথাও ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী।

Updated By: Feb 27, 2014, 07:33 PM IST

রেশন ডিলারদের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ,কিছু অসাধু রেশন ডিলার অত্যন্ত নিম্নমানের খাদ্যসরবরাহ করছেন। খাদ্যমন্ত্রীর পরামর্শ, অসাধু উপায়ে মুনাফা অর্জন না করে সঠিক পথে ব্যবসা করুন। সঠিক গুনমানের খাদ্য বিলি করলে ডিলারদের ইনসেনটিভ দেওয়ার কথাও ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে উদ্যোগী হয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতি রুখতে রেশন ডিলারদের সঙ্গে দফায় দফায় বৈঠকও সেরেছেন খাদ্যমন্ত্রী। কিন্তু তাতেও হাল ফেরেনি রেশন ব্যবস্থায়। খাদ্যমন্ত্রীর অবিযোগ, কিছু অসাধু রেশন ডিলার সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়েও রেশনে নিম্নমানের চাল,ডাল,গম সরবরাহ করছেন।

বৃহস্পতিবার খাদ্যভবনে আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের সিদ্ধান্ত রেশন ডিলারের সংখ্যা আরও বাড়ানো হবে। রেশন ডিলারদের প্রতি খাদ্যমন্ত্রীর আর্জি ক্রেতাদের ভাল মানের সামগ্রী তুলে দিন। ভাল কাজ করলে বাড়তি ইনসেনটিভেরও ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী।

সরকার পরিবর্তনের তিন বছর পরেও রেশন ডিলারদের দুর্নীতিতে খাদ্যমন্ত্রী যে এখনও নাজেহাল তা বৃহস্পতিবারের অনুষ্ঠানে আরও একবার স্পষ্ট হল।ফলে শেষপর্যন্ত স্বচ্ছ রেশন ব্যবস্থার যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখান না কেন তা আদৌ কতদিনে বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

.