জুটছিল না কাজ, অর্থাভাবে, হতাশায়, আত্মহত্যা জুটমিল শ্রমিকের
ঠিকমত কাজ না পেয়ে হতাশায় আত্মঘাতী হলেন এক জুটমিল শ্রমিক। নাম দীপক দাস। তিনি হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুট মিলের ওয়াইন্ডিং বিভাগের অস্থায়ী কর্মচারী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
চন্দননগর: ঠিকমত কাজ না পেয়ে হতাশায় আত্মঘাতী হলেন এক জুটমিল শ্রমিক। নাম দীপক দাস। তিনি হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুট মিলের ওয়াইন্ডিং বিভাগের অস্থায়ী কর্মচারী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, মিলের মালিকানা হস্তান্তরের পর সাত দিনের বদলে মাত্র পাঁচদিন কাজ পেতেন তাঁরা। দীপক দাস অস্থায়ী শ্রমিক হওয়ায় কাজ পেতেন আরও কম দিন। অন্যদিকে অসুস্থতার জন্য তাঁর চিকিত্সার খরচও বাড়ছিল। এঅবস্থায় ক্রমশ হতাশা গ্রাস করছিল তাঁকে। তাই কিছুটা বাধ্য হয়েই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। দাবি দীপক দাসের সহকর্মীদের।