ভোট মিটতেই ‘আক্রান্ত’ সিপিএম এজেন্ট থেকে কর্মী, হামলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতেও

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। আক্রান্তের নাম প্রীতিকুমার রায়। বাড়ি নিউ বারাকপুরের মাসুমদায় অগ্রদূত সংঘের মাঠের পাশে। গতকাল রাত ১২টায় সেখানে হামলা চালায় জনা পনেরো দুষ্কৃতী। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকতে না পারলেও, বাইরের গেটের তালা ভাঙে। বাড়ির লোকের উদ্দেশে কটূক্তি ও বাইরে থেকে হুমকি চলতে থাকে। প্রীতিকুমার রায় দমদম উত্তর কেন্দ্রের বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্যের পোলিং এজেন্ট হয়ে বুথে বসেছিলেন।

Updated By: Apr 26, 2016, 01:17 PM IST

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। আক্রান্তের নাম প্রীতিকুমার রায়। বাড়ি নিউ বারাকপুরের মাসুমদায় অগ্রদূত সংঘের মাঠের পাশে। গতকাল রাত ১২টায় সেখানে হামলা চালায় জনা পনেরো দুষ্কৃতী। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকতে না পারলেও, বাইরের গেটের তালা ভাঙে। বাড়ির লোকের উদ্দেশে কটূক্তি ও বাইরে থেকে হুমকি চলতে থাকে। প্রীতিকুমার রায় দমদম উত্তর কেন্দ্রের বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্যের পোলিং এজেন্ট হয়ে বুথে বসেছিলেন।

ভোট মিটতেই অশান্তি উত্তর ২৪ পরগনাতেও। পানিহাটিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সিপিএমের তিনটি পার্টি অফিস। আগরপাড়া, বেলতলা ও বহরমতলা হাউজিংয়ের তিনটি পার্টি অফিসে গতরাতে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাওড়া। সাঁকরাইলের কোরোলা এলাকায় গতরাতে বেশ কয়েকজন সিপিএম কর্মী-সমর্থকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করেছে স্থানীয় বাম নেতৃত্ব। যদিও সাঁকরাইলের তৃণমূল প্রার্থী শীতল সর্দারের পাল্টা অভিযোগ, এমন কোনও ঘটনাই ঘটেনি। সিপিএম মিথ্যা প্রচার চালাচ্ছে।

.