আক্রান্ত পুলিস, পাল্টা তাণ্ডবে রণক্ষেত্র জয়নগর
অভিযোগ, পুলিসের গাড়ি লক্ষ্য করে চলে গুলি। গাড়ির সামনে বোমাবাজিও হয়। আহত হন জয়নগর থানার সেকেন্ড অফিসার সহ ছজন।
ওয়েব ডেস্ক: প্রথমে পুলিসকে মার। পরে এলাকায় পুলিসের পাল্টা তাণ্ডব। আর তার জেরেই রণক্ষেত্র জয়নগরের ময়দা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকা। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। স্থানীয় তৃণমূল সমর্থক সুজিত সর্দারকে পুলিস গ্রেফতার করতেই ঝামেলার শুরু। অভিযোগ, পুলিসের গাড়ি লক্ষ্য করে চলে গুলি। গাড়ির সামনে বোমাবাজিও হয়। আহত হন জয়নগর থানার সেকেন্ড অফিসার সহ ছজন। কোনওক্রমে সুজিত সর্দারকে গাড়িতে তুলে এলাকা ছাড়ে পুলিস। তৃণমূল সমর্থক সুজিতের নামে একটি মারামারির মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিস আক্রান্ত হওয়ার খবর পেয়ে এলাকায় পৌছয় বিরাট পুলিস বাহিনী। অভিযোগ, হামলায় অভিযুক্তদের ধরতে এর পরেই এলাকায় তাণ্ডব শুরু করে পুলিস। ভাঙচুর করা হয় এলাকা বেশ কয়েকটি দোকান, অটো। এমনকি রাস্তার পাশে বাড়িতে ঢুকেও পুলিস তাণ্ডব করে বলে অভিযোগ। স্থানীয় মহিলাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে পুলিস। শেষ পর্যন্ত সাত জন অভিযুক্তকে নিয়ে এলাকা ছাড়ে পুলিস। পুলিসি তাণ্ডবের প্রতিবাদে আজ ময়দা গ্রামপঞ্চায়েতে বনধ ডেকেছে এসইউসিআই। আজ এলাকায় যাবেন বিধায়ক তরুণ নস্কর।