'নির্বাচন কমিশন তাদের হাতে', জয় ব্যানার্জির বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে বিজেপি

Updated By: Sep 20, 2015, 03:18 PM IST
'নির্বাচন কমিশন তাদের হাতে', জয় ব্যানার্জির বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে বিজেপি

ওয়েব ডেস্ক: ফের বেফাঁস মন্তব্য বিজেপি নেতা জয় ব্যানার্জির। ময়ূরেশ্বের সভায় তাঁর মন্তব্য, নির্বাচন কমিশন তাঁদের হাতে। রাজ্যে এবার মিলিটারি দিয়ে বিধানসভা ভোট হবে। প্রকাশ্যে বিজেপি নেতার নির্বাচন কমিশনকে হাতে রাখার ঘোষণা ঘিরে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে।

আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা জয় ব্যানার্জি বলেন, "বিহার জয় করতে পারলে, বাংলার ওপর বুলডোজার চালিয়ে দেবে বিজেপি"। প্রকাশ্য জনসভায় বিজেপি নেতা জয় ব্যানার্জির এই ঘোষণায় কিছুটা ক্ষিপ্ত দলেরই একাংশ।

পশ্চিমবঙ্গে ২০১৬ নির্বাচনের আগে বিহারের বিধানসভা নির্বাচন মোদী-অমিত শাহ্‌ জুটির পরীক্ষা। এর আগে দিল্লিতে মুখ থুবড়ে পড়েছিল এই জুটি। দিল্লিতে কার্যত হোয়াইট ওয়াশ হয় বিজেপি। এরপর পর পর দুটি বিধানসভার পরীক্ষার সম্মুখীন বিজেপি। বিহারে জনতা জোট বনাম বিজেপি। লড়াইটা যে সহজ নয়, তা ভাল মতই জানেন বিজেপি শীর্ষ নেতারা।
বিহারে বিজেপির বিজয় কেতন ওড়াতে পারলে বাংলার ভোটে তার প্রভাব পড়বে। তাই ভাষণে বিহার জয়ের কথা উল্লেখ করেছেন জয় ব্যানার্জি, এমনটাই মনে করছে বিজেপির একাংশ। কিন্তু নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার বিষয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। জয়ের মন্তব্যের ফুটেজ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হতে পারেন বিজেপি বিরোধী শিবির।

 

.