হাওড়ার ৬ নং ওয়ার্ডে জনডিসে আক্রান্ত ২৫০

হাওড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জনডিসের প্রকোপ দেখা দিয়েছে। এই ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা আড়াইশোরও বেশি। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন যান জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। জনডিস যাতে না ছড়ায় তার জন্য জারি করা হয় বিশেষ কিছু সতর্কতা। জলের কারণেই রোগ ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছে স্বাস্থ্য দফতর। সোমবার ওই এলাকার পাণীয় জলের নমুনা সংগ্রহ করা হবে।

Updated By: Dec 29, 2013, 11:13 AM IST

হাওড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জনডিসের প্রকোপ দেখা দিয়েছে। এই ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা আড়াইশোরও বেশি। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন যান জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। জনডিস যাতে না ছড়ায় তার জন্য জারি করা হয় বিশেষ কিছু সতর্কতা। জলের কারণেই রোগ ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছে স্বাস্থ্য দফতর। সোমবার ওই এলাকার পাণীয় জলের নমুনা সংগ্রহ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুরসভা এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বার বার অভিযোগ করা স্বত্তেও কোনও ব্যবস্থা নেয়নি পুরসভা। দীর্ঘদিনের জলের সমস্যা থেকেই জনডিসে প্রকোপ দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

.