`অপরাধ` ২৪ ঘণ্টার অনুষ্ঠানে যোগদান, লাভপুরে হুমকির মুখে জারিনা বিবির পরিবার

লাভপুরকাণ্ডে ফের হুমকির মুখে জারিনা বিবির পরিবার। এবার হুমকি দেওয়া হচ্ছে হামলায় নিহত কুটুন শেখের স্ত্রীকে । হুমকি দিচ্ছে তিন ভাইকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত যাদব শেঠ ও তার সঙ্গীরা। এমনটাই অভিযোগ উঠেছে।চলতি মাসের একুশ তারিখ চব্বিশ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান "কি বলছ মা`-তে অংশ নিতে বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন লাভপুর কাণ্ডে নিহতদের মা জারিনা বিবি।

Updated By: Jun 27, 2014, 10:34 AM IST

লাভপুরকাণ্ডে ফের হুমকির মুখে জারিনা বিবির পরিবার। এবার হুমকি দেওয়া হচ্ছে হামলায় নিহত কুটুন শেখের স্ত্রীকে । হুমকি দিচ্ছে তিন ভাইকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত যাদব শেঠ ও তার সঙ্গীরা। এমনটাই অভিযোগ উঠেছে।চলতি মাসের একুশ তারিখ চব্বিশ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান "কি বলছ মা`-তে অংশ নিতে বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন লাভপুর কাণ্ডে নিহতদের মা জারিনা বিবি।
সেখানেই তিনি ও তাঁর ছেলে সানোয়ার শেখ অভিযোগ করেন, চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে যোগ দেওয়ায় রাগ বেড়েছে দুষ্কৃতীদের। বাড়ি ফিরলেই প্রানে মারার ভয় দেখিয়ে আসছে হুমকি ফোন। আতঙ্কে বেশকয়েকদিন বাড়িই ফিরতে পারেন নি জারিনা বিবির পরিবার।

প্রায় এক সপ্তাহ কেটে গেলেও আতঙ্ক কাটেনি। লাভপুরকাণ্ডে ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন হামলায় নিহত কুটুন শেখের স্ত্রী। তিনি ও তাঁর নাবালক দুই সন্তান এখন আশ্রয় নিয়েছেন বীরভূমের একটি গ্রামে। অভিযোগ, বৃহস্পতিবার সেখানে হাজির হয় তিন ভাইকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত যাদব শেঠ ও তার সঙ্গীরা। কুটুন শেখের স্ত্রী এবং তাঁর ছেলেমেয়েদের মোবাইলের সিম কার্ড কেড়ে নেওয়া হয়। বাড়ি থেকে বেরোলে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে সব মামলা তুলে নেওয়ার জন্যও হুমকি দেওয়া হয়। কুটুন শেখের স্ত্রীর দাবি, এব্যাপারে পুলিসের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ নিতে অস্বীকার করে তারা।

শেখ পরিবারের আরেক সদস্য মজল শেখের স্ত্রী ও ছেলেমেয়েরা রয়েছেন লাভপুরের বাড়িতে। রাতে ওই বাড়ির আশপাশে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। দুহাজার দশের চৌঠা জুন লাভপুরে খুন হন একই পরিবারের তিন ভাই ধানু শেখ, কুটুন শেখ এবং ওইজুদ্দিন শেখ। ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। এখন প্রশ্ন উঠছে, অপরাধের বিচার চাওয়াই কী তবে অপরাধ? এটাই বুঝতে পারছেন না জারিনা বিবির পরিবার। যাই হুমকি আসুক, পিছু হঠতে এখন নারাজ জারিনা বিবি ও তাঁর পরিবার। সুবিচারের দাবি নিয়ে শেষ পর্যন্ত্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জারিনা বিবি।

.