পুজোর মুখে বন্ধ জলপাইগুড়ির সাইলি চা বাগান
পুজোর মুখে বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের আরও একটি চাবাগন। ফলে কর্মহীন হয়ে পড়লেন বাগানের প্রায় ১৮০০ শ্রমিক। আজ সকালে থেকেই বন্ধ হল জলপাইগুড়ির নয়া সাইলি চা বাগান। পুজোর মুখে এই ঘটনায় দিশেহারা কর্মী ও তাদের পরিবার।
ওয়েব ডেস্ক : পুজোর মুখে বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের আরও একটি চাবাগন। ফলে কর্মহীন হয়ে পড়লেন বাগানের প্রায় ১৮০০ শ্রমিক। আজ সকালে থেকেই বন্ধ হল জলপাইগুড়ির নয়া সাইলি চা বাগান। পুজোর মুখে এই ঘটনায় দিশেহারা কর্মী ও তাদের পরিবার।
আরও পড়ুন- কোচবিহারে পরপর পুলিসের জালে তৃণমূলের যুবনেতা
বোনাস নিয়ে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল জলপাইগুড়ির মালবাজারের নাগরাকাট ব্লকের এই চা বাগানটিতে। মালিকপক্ষের অভিযোগ, প্রতিদিনের শ্রমিক বিক্ষোভে লাটে উঠেছিল কাজকর্ম। নানা ভাবে বোঝানো হলেও, তারা তা মানতে নারাজ ছিল। এদিকে শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ তাদের ন্যায্য দাবি মানছিল না। সেই কারণেই বিক্ষোভ। সেকারণেই তালা ঝোলানোর সিদ্ধান্ত। কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখান শ্রমিকরা।