গত পাঁচ বছরে এমন বর্ষা দেখেনি দক্ষিণবঙ্গ
গত পাঁচ বছরে এমন বর্ষা দেখেনি দক্ষিণবঙ্গ। একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দেশে বর্ষার পরিস্থিতি এখন সবচেয়ে ভাল। রাজস্থান ও বঙ্গোপসাগর দু জায়গায় তৈরি হয়েছে নিম্নচাপ আর তাতেই দক্ষিণবঙ্গের নাজেহাল অবস্থা।
ওয়েব ডেস্ক: গত পাঁচ বছরে এমন বর্ষা দেখেনি দক্ষিণবঙ্গ। একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দেশে বর্ষার পরিস্থিতি এখন সবচেয়ে ভাল। রাজস্থান ও বঙ্গোপসাগর দু জায়গায় তৈরি হয়েছে নিম্নচাপ আর তাতেই দক্ষিণবঙ্গের নাজেহাল অবস্থা।
দেশের দুই প্রান্তের দুই বাসিন্দা। দুজনের চরিত্রও আলাদা। তবে দুজনের মধ্যে টান সাংঘাতিক। একজন আরেকজনকে ছেড়ে একটুও নড়ছে না। এই দুইয়ের কারণে হাবুডুবু অবস্থা দক্ষিণবঙ্গের। দুই নিম্নচাপের সম্পর্ক প্রতিদিনই গভীর হচ্ছে। যার প্রভাবে গত পাঁচবছরে দক্ষিণবঙ্গে এমন বৃষ্টি হয়নি। পরিসংখ্যান অনুযায়ী,
২০১০ সালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল ১৯ শতাংশ।
২০১১ সালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে ঘাটতি ছিল ১৩ শতাংশ।
২০১২ সালে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি ছিল ৭ শতাংশ।
২০১৩ সালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল ১৮ শতাংশ।
২০১৪ সালে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল ১৯ শতাংশ।
২০১৫ সালের সাতাশে জুলাই পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৩৯ শতাংশ।
আগামী আটচল্লিশ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে বঙ্গোপসাগরের উপরের নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।