মালদায় পুরাতত্ত্ব বিভাগের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে INTUC

মালদায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিসে তালা ঝুলিয়ে দিল শ্রমিক সংগঠন INTUC-র সমর্থকরা। INTUC-র কর্মীদের অভিযোগ, পুরাতত্ত্ব বিভাগের পরিচালনায় পর্যটন কেন্দ্রগুলিতে কাজ করলেও শ্রমিকরা কেন্দ্রের নির্ধারিত মজুরি পাচ্ছেন না। গৌড় বা আদিনার স্মৃতি সৌধগুলিতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের স্থায়ীকরণেরও দাবি তুলেছে INTUC। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

Updated By: Feb 2, 2017, 03:40 PM IST
মালদায় পুরাতত্ত্ব বিভাগের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে INTUC

ওয়েব ডেস্ক : মালদায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিসে তালা ঝুলিয়ে দিল শ্রমিক সংগঠন INTUC-র সমর্থকরা। INTUC-র কর্মীদের অভিযোগ, পুরাতত্ত্ব বিভাগের পরিচালনায় পর্যটন কেন্দ্রগুলিতে কাজ করলেও শ্রমিকরা কেন্দ্রের নির্ধারিত মজুরি পাচ্ছেন না। গৌড় বা আদিনার স্মৃতি সৌধগুলিতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের স্থায়ীকরণেরও দাবি তুলেছে INTUC। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

আরও পড়ুন- ফেসবুকে গ্যারাজের কর্মীর সঙ্গে ছবি পোস্ট, লজ্জায় আত্মহত্যা স্কুল ছাত্রীর

এদিকে, এই ঘটনার জেরে বেশ কিছুটা সময় ধরে সেখানে সাময়িক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস আসে। আলচনার মাধ্যমে অবশেষে পরিস্থিতি সামাল দেওয়া হয়। 

.