গোয়েন্দা রিপোর্টে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদীদের সন্দেহজনক গতিবিধি
বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা। বেশ কয়েকদিন ধরেই এমন খবর রয়েছে পুলিসের কাছে।
Updated By: Sep 17, 2016, 01:40 PM IST
ওয়েব ডেস্ক : বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা। বেশ কয়েকদিন ধরেই এমন খবর রয়েছে পুলিসের কাছে।
গোয়ন্দা সূত্রে খবর, পটমদা সংলগ্ন পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের শিমুলপালে ফের সক্রিয় মাওবাদীরা। বুরুডি, ঘাটশিলার জঙ্গলেও বেড়েছে তত্পরতা। ওই মাও স্কোয়াডের নেতৃত্বে মাওবাদী নেতা রাহুল ওরফে রঞ্জিত পাল। মদন মাহাত, জবার মতো বেশ কয়েকজন গেরিলা নেতাও এই স্কোয়াডে আছেন বলে খবর। বুরুডি ড্যাম সংলগ্ন এলাকাতেই ঘাঁটি গেড়েছেন এঁরা।
গুরবান্ধা রেঞ্জের অংশ হলেও ওড়িশার দিকে যাচ্ছে না এই স্কোয়াড। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মধ্যেই ঘোরাফেরা করছে মাওবাদীরা।