হুগলির শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলে ফের গণ্ডগোল
মাত্র কদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল আগরপাড়ার প্রবর্তক জুট মিল। এবার খারাপ খবর আরও এক জুট মিলে। হুগলির শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলে ফের গণ্ডগোল। এবার ফাইনার ইউনিটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ।
Updated By: Mar 13, 2016, 09:45 AM IST
ওয়েব ডেস্ক: মাত্র কদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল আগরপাড়ার প্রবর্তক জুট মিল। এবার খারাপ খবর আরও এক জুট মিলে। হুগলির শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলে ফের গণ্ডগোল। এবার ফাইনার ইউনিটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ।
কারণ হিসেবে শ্রমিকদের বেআইনি কাজকর্ম ও কম উত্পাদনকে দায়ী করা হয়েছে। এর ফলে কাজ হারালেন প্রায় পাঁচশ শ্রমিক। একে টাকা নেই হাতে। তারউপর কাজ বন্ধের হতাশা। কর্তৃপক্ষের বিরুদ্ধে চুক্তি না মানার পাল্টা অভিযোগ এনেছেন শ্রমিকরা। নির্দিষ্ট সময়ে মাইনে না হওয়ার জন্য সপ্তাহখানেক আগেই এই জুটমিলে ভাঙচুর চালায় শ্রমিকরা।