বেআইনি মদ পাকড়াও অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি আধিকারিক

Updated By: Dec 23, 2016, 09:18 AM IST
বেআইনি মদ পাকড়াও অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি আধিকারিক

ওয়েব ডেস্ক: বেআইনি মদের অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি দফতরের আধিকারিক। আহত আরও ৫জন। ঘটনা উত্তর দিনাজপুরের ডালখোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। আরও পড়ুন- মদ্যপান এবং ওজন বৃদ্ধি! এদের সম্পর্ক ঠিক কেমন? 

 

গোপন সূত্রে খবর পেয়ে, ওই এলাকায় অভিযানে যান আবগারি দফতরের আধিকারিক রাজকুমার পাল বাগ। অভিযোগ, সে সময়ই তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। পুলিস তখন নীরব দর্শক। ডালখোলা ফাঁড়িতে গিয়েও হতাশ হতে হয় তাঁকে। পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও চিকিতসা করাতে দেয়নি দুষ্কৃতীরা। আহত অফিসার রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি। গোটা ঘটনায় হতবাক আবগারি দফতরের কর্মীরা। অভিযানে আক্রান্ত হওয়ার পর কেন অভিযোগ নিতে অস্বীকার করল পুলিস, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

.