খোঁজ মিলল হাওড়ার স্বর্ণব্যবসায়ীর
খোঁজ মিলল হাওড়ার নিখোঁজ স্বর্ণব্যবসায়ীর। শনিবার রাত সাড়ে বারোটার সময় হাওড়া স্টেশনের ১২ নম্বর প্লাটফর্ম থেকে অচৈতন্য অবস্থায় তাপস পাল নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে জিআরপি।
খোঁজ মিলল হাওড়ার নিখোঁজ স্বর্ণব্যবসায়ীর। শনিবার রাত সাড়ে বারোটার সময় হাওড়া স্টেশনের ১২ নম্বর প্লাটফর্ম থেকে অচৈতন্য অবস্থায় তাপস পাল নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে জিআরপি। জ্ঞান ফিরলে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী। দুষ্কৃতীরা তাঁর চোখ বেঁধে ওই জায়গায় ফেলে গিয়েছে বলে জানান তিনি। একই অভিযোগ করেছে ব্যবসায়ীর পরিবারও।
শনিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওড়ার জগত্বল্লভপুরের স্বর্ণব্যবসায়ী তাপস পাল। শুক্রবার সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বের হন ওই স্বর্ণব্যবসায়ী। লক্ষাধিক টাকা নিয়ে বড়বাজারের সোনাপট্টিতে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ১১টা নাগাদ শেষবার বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তার পর থেকেই তাঁর খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।