কাল হাওড়া উপনির্বাচনের রায়
কাল সকাল ৮টা থেকে হাওড়ায় ভোটগণনা। ফল বেরোবে ১১টার মধ্যে। উপনির্বাচনের ফল প্রকাশের আগে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পূর্ণ। ভোটদান পর্বের মতই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ভোটগণনা পর্বে।
কাল সকাল ৮টা থেকে হাওড়ায় ভোটগণনা। ফল বেরোবে ১১টার মধ্যে। উপনির্বাচনের ফল প্রকাশের আগে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পূর্ণ। ভোটদান পর্বের মতই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ভোটগণনা পর্বে।
৭টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা সেক্টর। প্রতিটি সেক্টরের জন্য ৩ জন কেন্দ্রীয় সশস্ত্র পুলিস। ৩ জন সশস্ত্র রাজ্য পুলিস। এক জন এসআই। ২ জন কন্সটেবল। গণনার টানা ভিডিও রেকর্ডিং। ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড। পাবলিক অ্যাড্রেস সিস্টেম। কার্যত নজিরবিহীন নিরাপত্তায় রাত পোহালেই হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগননা। মাছি গলার জো নেই স্ট্রংরুমের ধারেকাছে। স্ট্রংরুমের সামনে মোতায়েন কেন্দ্রীয় আধাসেনা। তারও অনেক আগে রাজ্য পুলিসের বেষ্টনী। বাড়তি ব্যবস্থা হিসেবে স্ট্রংরুমের পাহারায় ২টি ক্লোজ সার্কিট ক্যামেরা। যা সরাসরি মনিটরিং হচ্ছে জেলাশাসকের কার্যালয় থেকে।
নিয়ন্ত্রিত মিডিয়ার গতিবিধি। ডুমুরজলা স্টেডিয়ামের বাইরে মিডিয়া সেন্টারের ডিসপ্লে বোর্ড-ই মিডিয়াকে সরবরাহ করবে তথ্য। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৪০ কোম্পানি রাজ্য সশস্ত্র বাহিনী দিয়ে ভোট হয়েছিল হাওড়ায়। বুথে কোথাও কোনও অশান্তি হতে দেয়নি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গননাপর্বেও একই ধরনের ত্রিস্তরীয় নিরাপত্তা রেখে ভোট পর্ব পার করতে চায় তারা।