কোন পথে পালানোর ছক কষেছিল জুহি?
বিজেপি সাংসদের পরামর্শ মেনেই বেশকিছুদিনের জন্য নেপাল থাকার প্ল্যান করেছিল জুহি। তারপর সীমান্ত পেরিয়ে বিদেশ পালানোর ছক কষেছিল জুহি চৌধুরী। কিন্তু শেষমেষ সব ব্যর্থ। দুঁদে গোয়েন্দাদের সাজানো ফাঁদে ধরা পড়ে গেলেন বিজেপি নেত্রী।
ওয়েব ডেস্ক : বিজেপি সাংসদের পরামর্শ মেনেই বেশকিছুদিনের জন্য নেপাল থাকার প্ল্যান করেছিল জুহি। তারপর সীমান্ত পেরিয়ে বিদেশ পালানোর ছক কষেছিল জুহি চৌধুরী। কিন্তু শেষমেষ সব ব্যর্থ। দুঁদে গোয়েন্দাদের সাজানো ফাঁদে ধরা পড়ে গেলেন বিজেপি নেত্রী।
কিন্তু ঠিক কোন পথে পালানোর ছক কষেছিল জুহি? গোয়েন্দা সূত্রের খবর, প্রথমে ময়নাগুড়ি, সেখান থেকে শিলিগুড়ি যায় জুহি। শিলিগুড়িতে দুদিন কাটিয়ে বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে নেপাল পাড়ি দেয় জুহি। নেপাল থেকে ফিরে খড়িবাড়ির কাছে বাতাসিতে গোপন ডেরায় গা ঢাকা দেয় বিজেপি নেত্রী। মোবাইল ফোন ট্র্যাক করে জুহির গোটা গতিবিধিই নজরে ছিল গোয়েন্দাদের। বাতাসিতে গোপন ডেরায় হানা দিয়ে জুহিকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন, মদন মিত্রের 'হম্বিতম্বিতে' নাম না করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর