আরামবাগ মহকুমার গোঘাট উপনির্বাচনে তৃণমূল-৪ বিরোধী-০
হুগলির আরামবাগ মহকুমার গোঘাটের উপনির্বাচনে চারটি আসনেই জয়ী তৃণমূল।
Updated By: Oct 7, 2015, 10:54 AM IST
ওয়েব ডেস্ক: হুগলির আরামবাগ মহকুমার গোঘাটের উপনির্বাচনে চারটি আসনেই জয়ী তৃণমূল।
পঞ্চায়েত সমিতির একটি আসনে একশো ছাপ্পান্ন ভোটে জয় লাভ করেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনে একশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। সকালে ভোটের ফল প্রকাশ হতেই পরাজিত নির্দল প্রার্থী মনসা দিগেরকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গোঘাট থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একসময় এই আরামবাগেই দাপট ছিল অধুনা সিপিআইএমের। পালাবদলের পর থেকেই লাল দুর্গ ভাঙে। পঞ্চায়েত থেকে লোকসভা সবেতেই জয়ী হয়েছিল তৃণমূল। এবার আরামবাগ মহকুমার গোঘাটের উপনির্বাচনে চারটি আসনই গেল শাসক দলের ঝুলিতে।