ফের বিতর্কে পুনর্বাসন কেন্দ্র, আবাসিকদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ
ফের বিতর্কে পুনর্বাসন কেন্দ্র। আবাসিকদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ এবার সোনারপুরের জীবনজ্যোতি ফাউন্ডেশন। হাতকড়া পরিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিয়োগ করেছেন আবাসিকরা। পুনর্বাসন কেন্দ্রের এক আবাসিক কোনওরকমে পালিয়ে গিয়ে আরেক আবাসিকের বাড়িতে জানান অত্যাচারের কথা। এরপরই তারা ছুটে যান সোনারপুর থানায়। অভিযোগ, গোড়ায় শুনতেই চায়নি পুলিস। পরে অবশ্য অভিযোগ নেওয়া হয়।
ওয়েব ডেস্ক: ফের বিতর্কে পুনর্বাসন কেন্দ্র। আবাসিকদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ এবার সোনারপুরের জীবনজ্যোতি ফাউন্ডেশন। হাতকড়া পরিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিয়োগ করেছেন আবাসিকরা। পুনর্বাসন কেন্দ্রের এক আবাসিক কোনওরকমে পালিয়ে গিয়ে আরেক আবাসিকের বাড়িতে জানান অত্যাচারের কথা। এরপরই তারা ছুটে যান সোনারপুর থানায়। অভিযোগ, গোড়ায় শুনতেই চায়নি পুলিস। পরে অবশ্য অভিযোগ নেওয়া হয়।
আরও পড়ুন ভাঙড়ের পর জমি বিতর্কে উত্তপ্ত বীরভূমের শিবপুর
আটক করা হয় পুনর্বাসন কেন্দ্রের তিন কর্মীকে। কিন্তু এখনও অধরা হোমের মালিক দীপঙ্কর রায়। পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা অবশ্য অত্যাচারের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে, পণ্যবাহী গাড়ি ধাক্কা মারল বাইকে