বন্ধ হয়ে গেল উত্তর হাওড়ার ঘুসুড়ির হনুমান জুটমিল
নোট আকালের কোপ জুটমিলে। বন্ধ হয়ে গেল উত্তর হাওড়ার ঘুসুড়ির হনুমান জুটমিল। জুটমিল কর্তৃপক্ষ জানিয়েছে, বেতন দিতে সমস্যা হচ্ছিল বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ সকালে মিলের দরজায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসদেখেন কর্মীরা। এরপরেই ক্ষোভে জুটমিলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা।
ওয়েব ডেস্ক: নোট আকালের কোপ জুটমিলে। বন্ধ হয়ে গেল উত্তর হাওড়ার ঘুসুড়ির হনুমান জুটমিল। জুটমিল কর্তৃপক্ষ জানিয়েছে, বেতন দিতে সমস্যা হচ্ছিল বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ সকালে মিলের দরজায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসদেখেন কর্মীরা। এরপরেই ক্ষোভে জুটমিলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা।
আরও পড়ুন উত্তরভারতে কুয়াশার জেরে বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচি
অন্যদিকে, পিটিএস মোড়ের কাছে পথ দুর্ঘটনায় চালককে জেরা গোয়েন্দাদের। জেরায় গাড়ির চালক সরোজ বারিকের দাবি নেশাগ্রস্থ ছিলেন না তিনি। গাড়ির গন্তব্য ছিল আলিপুর থেকে বিবাদী বাগ। মালিক শরদ বাজোরিয়ার খাবার পৌছে দিতে যাচ্ছিলেন গাড়ির চালক সরোজ বারিক। চালকের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। চালককে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন আপনার চেনা বলিউড অ্যাকট্রেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহির খান!