সিপিআইএমের নামে থানায় মিথ্যে অভিযোগ জানাল তৃণমূল
পুরসভার বোর্ড মিটিংয়ের আগেই উত্তপ্ত হলদিয়া। গতকাল রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী তপন বেরার বাড়িতে আগুন লাগে। পরিকল্পিতভাবেই ঘরে আগুন দেওয়া হয়েছে বলে ছয় বাম কাউন্সিলরের নামে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল কর্মী।
পুরসভার বোর্ড মিটিংয়ের আগেই উত্তপ্ত হলদিয়া। গতকাল রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী তপন বেরার বাড়িতে আগুন লাগে। পরিকল্পিতভাবেই ঘরে আগুন দেওয়া হয়েছে বলে ছয় বাম কাউন্সিলরের নামে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল কর্মী।
ঘটনায় দু`জন সিপিআইএম কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিস। মিথ্যে অভিযোগ এনে বাম কাউন্সিলরদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন হলদিয়া পুরসভার চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ। বোর্ড মিটিংকে বানচাল করতেই তৃণমূল কংগ্রেস পুলিসকে সঙ্গে নিয়ে এই চক্রান্ত করেছে বলে অভিযোগ এনেছেন তিনি।
গতকালই হলদিয়া পুরসভায় ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামানিকের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন পুরসভার চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ। কিন্তু সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিস। গোটা ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ।