হাবরাকাণ্ডে টি-আই প্যারেডে অনুপস্থিত বিডিও

হাবরা দুই-এ বিডিও নিগ্রহকাণ্ডে অভিযুক্তদের শনাক্তকরণ হল না। কারণ আজ আদালতে যান নি হাবরা দুই-এর বিডিও দীনবন্ধু গায়েন। বারাসত আদালতে আজ হাজিরা দেন এই ঘটনায় অভিযুক্ত পনেরাজন। গ্রেফতারের পর জামিনে মুক্ত তাঁরা। এদিন বারাসত আদালতে গিয়ে তাঁদের চিহ্নিত করার কথা ছিল বিডিও দীনবন্ধু গাইনের। অসুস্থতার কারণেই আদালতে যেতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

Updated By: Apr 4, 2014, 08:48 PM IST

হাবরা দুই-এ বিডিও নিগ্রহকাণ্ডে অভিযুক্তদের শনাক্তকরণ হল না। কারণ আজ আদালতে যান নি হাবরা দুই-এর বিডিও দীনবন্ধু গায়েন। বারাসত আদালতে আজ হাজিরা দেন এই ঘটনায় অভিযুক্ত পনেরাজন। গ্রেফতারের পর জামিনে মুক্ত তাঁরা। এদিন বারাসত আদালতে গিয়ে তাঁদের চিহ্নিত করার কথা ছিল বিডিও দীনবন্ধু গাইনের। অসুস্থতার কারণেই আদালতে যেতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

অভিযুক্তদের শনাক্তকরণের পরবর্তী দিন ধার্য হয়েছে ২৩ এপ্রিল। হাবরাকাণ্ডের জেরে আতঙ্কিত জেলার ডব্লিউবিসিএস অফিসারেরা ইতিমধ্যেই জেলাশাসকের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। এঘটনায় প্রশ্নের মুখে পুলিসের ভূমিকাও। তাহলে কি শাসকদলের নেতাকর্মীরা জড়িত থাকার কারণে আতঙ্কে পিছু হঠলেন বিডিও দীনবন্ধু গাইন, ফের উঠতে শুরু করেছে এই প্রশ্ন।

বুধবার হাবড়াকাণ্ডে শেষপর্যন্ত তৎপর হয় পুলিস। বুধবার অশোকনগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক ধীমান রায়কে। বিডিও দীনবন্ধু গাইনের অফিসে গিয়ে তাঁর বিবৃতিও রেকর্ড করে পুলিস।

.