আদালতে জ্ঞানেশ্বরী কাণ্ডের মূল অভিযুক্ত

পুলিসের হাতে ধরা পড়ল জ্ঞানেশ্বরী কাণ্ডের মূল অভিযুক্ত জয়দেব মাহাতো। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দু্র্ঘটনার পর থেকেই পলাতক ছিল জয়দেব। জয়দেবের খুঁজে দেওয়ার জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের চোখ এড়িয়ে পালিয়েছে জয়দেব।

Updated By: Jan 18, 2012, 11:30 AM IST

পুলিসের হাতে ধরা পড়ল জ্ঞানেশ্বরী কাণ্ডের মূল অভিযুক্ত জয়দেব মাহাতো। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দু্র্ঘটনার পর থেকেই পলাতক ছিল জয়দেব। জয়দেবের খুঁজে দেওয়ার জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের চোখ এড়িয়ে পালিয়েছে জয়দেব। বিশ্বস্ত সূত্রে পুলিস খবর পায় ইন্দ্রীবনিতে নিজের গ্রামের বাড়িতে ফিরবে জয়দেব। সেই খবর পেয়ে পুলিস আগেই তার গ্রামে পৌঁছে গিয়েছিল। গতকাল বিকেলে নিজের বাডি থেকেই গ্রেফতার করা হয় জয়দেবকে।  কাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়।

.