কোচবিহারে পুরসভার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি
কোচবিহারে পুরসভার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি চলল। রাতে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ চেয়ারম্যানের পরিবারের। চেয়ারম্যান দাবি করেছেন, হামলার পিছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।
ওয়েব ডেস্ক: কোচবিহারে পুরসভার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি চলল। রাতে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ চেয়ারম্যানের পরিবারের। চেয়ারম্যান দাবি করেছেন, হামলার পিছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।
রাতে কোচবিহার শহরের এগারো নম্বর ওয়ার্ডে, চেয়ারম্যান রেবা কুণ্ডুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন পরিবারের অনেকে। তখনই বাইকে চড়ে পালিয়ে য়ায় দুষ্কৃতীরা। পুলিসের কাছে এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান পুত্র শুভজিত্। প্রমাণ দিতে গুলির খোলও তুলে দেওয়া হয় পুলিসের হাতে।
আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ
গোষ্ঠীদ্বন্দ্ব। বলছেন চেয়ারম্যান রেবা কুণ্ডু। গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ, চেয়ারম্যান বিরোধীরা। তাঁদের মতে জেলা তথা রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন রেবা কুণ্ডু। সেকারণেই ফের সংবাদ শিরোনামে আসতেই এই কৌশল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিস সুপার সুনীল যাদব।