অচলাবস্থা কাটাতে রাজ্যপালের দ্বারস্থ
বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা উপায়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একদল ছাত্রের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা উপায়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একদল ছাত্রের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। উপাচার্যের সরাসরি অভিযোগ এসবের পিছনে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের একাংশ। বৃহস্পতিবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘেরাওয়ের মুখে পড়েন উপাচার্য অসিতকুমার দাস। রাতে দীর্ঘসময় চলে ঘেরাও-অবস্থান। গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উপাচার্যের।