পুজোর আগে খুলে গেল গরুমারা অভয় অরণ্য

যাঁরা ঘুরতে ভালোবাসেন তাঁদের জন্য সুখবর। পুজোর আগে খুলে গেল গরুমারা অভয় অরণ্য। আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল মালবাজারের এই প্রাকৃতিক উদ্যান। আর খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড় করছেন পর্যটকেরা। প্রতি বছরই জুন-জুলাই থেকে তিন মাসের জন্য বন্ধ থাকে গরুমারা অভয়ারণ্য।

Updated By: Sep 16, 2016, 12:54 PM IST
পুজোর আগে খুলে গেল গরুমারা অভয় অরণ্য

ওয়েব ডেস্ক: যাঁরা ঘুরতে ভালোবাসেন তাঁদের জন্য সুখবর। পুজোর আগে খুলে গেল গরুমারা অভয় অরণ্য। আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল মালবাজারের এই প্রাকৃতিক উদ্যান। আর খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড় করছেন পর্যটকেরা। প্রতি বছরই জুন-জুলাই থেকে তিন মাসের জন্য বন্ধ থাকে গরুমারা অভয়ারণ্য।

আরও পড়ুন মুর্শিদাবাদ ও মালদহে ভাঙন এলাকা ঘুরে দেখলেন সুজন চক্রবর্তী ও আবদুল মান্নান

এই তিন মাস পশু পাখিদের প্রজননের জন্য বন্ধ থাকত গরুমারা অভয়ারণ্য।অবশেষে অপেক্ষার অবসান। আপাতত খুলে গেল গরুমারা অভয়ারণ্য। তাহলে আর দেরী কেন? এবারই পুজোর ছুটিতে পরিবারসহ অথবা বন্ধুদের নিয়ে ঘুরেই আসুন কটা দিন। পশু-পাখিদের সঙ্গে কাটাতে বেশ ভালোই লাগবে।

আরও পড়ুন  বামেদের সঙ্গে কংগ্রেসের বন্ধুত্বের সম্ভাবনা বাতিল করে দিল তৃণমূল!

.