নোট বাতিলে বেসামাল রাজ্যের পণ্য পরিবহন ব্যবস্থা
নোট বাতিলের সিদ্ধান্তে বেসামাল রাজ্যের পণ্য পরিবহণ ব্যবস্থা। উলুবেড়িয়া পার্কিংয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের ট্রাক। খুচরো টাকার অভাবে বেজায় সমস্যায় পড়েছেন ট্রাক চালকরা। খুচরোর অভাবে খাওয়াদাওয়াও বন্ধ হতে বসেছে। নষ্ট হতে বসেছে লক্ষাধিক টাকার ডিম।
ওয়েব ডেস্ক : নোট বাতিলের সিদ্ধান্তে বেসামাল রাজ্যের পণ্য পরিবহণ ব্যবস্থা। উলুবেড়িয়া পার্কিংয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের ট্রাক। খুচরো টাকার অভাবে বেজায় সমস্যায় পড়েছেন ট্রাক চালকরা। খুচরোর অভাবে খাওয়াদাওয়াও বন্ধ হতে বসেছে। নষ্ট হতে বসেছে লক্ষাধিক টাকার ডিম।
একই ছবি মালদাতেও। মহুদিপুর সীমান্তে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো লরি। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক এই বাণিজ্য করিডর দিয়ে প্রতিদিন কয়েককোটি টাকার পণ্য আমদানি রফতানি হয়। পুরনো ৫০০,১০০০-এর নোট বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশে যেতে চাইছেন না লরি চালকরা।
পেট্রোপাল সীমান্তেও একই দুর্ভোগের ছবি। পার্কিং চার্জ দিতে না পারায় পেট্রোপোল সীমান্তেই ব্রেক কষেছে পণ্যবাহী অসংখ্য ট্রাক। খুচরোর অভাবে সমস্যায় পড়েছেন ট্রাক চালকরা। আরও পড়ুন, নোট বিতর্কে বিরোধীদের এককাট্টা করতে আজ দিল্লি দরবার মুখ্যমন্ত্রী মমতার