আর ২৪ ঘণ্টা পরেই মাহেন্দ্রক্ষণ, গঙ্গাসাগরে ২ দিন আগে থেকেই মিনি ভারতের সমাগম

মাহেন্দ্রক্ষণ শুরু হবে মঙ্গলবার ভোররাতে। দুদিন আগে থেকেই মানুষের ঢল নেমেছে গঙ্গাসাগরে। ইতিমধ্যেই তিনলক্ষের বেশি পুণ্যার্থী পৌছে গিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্তরা। আখড়াগুলিতে জ্বলছে ধুনি। সবমিলিয়ে গঙ্গাসাগর এখন বর্ণময়।মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগরে ঠাসা ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কয়েক লক্ষ পুণ্যার্থী সাগরে পৌছেছেন। গত বছর কুম্ভ মেলার জন্য ভিড় কিছুটা কম ছিল সাগরে। এবার কুম্ভ মেলা নেই। তাই সাধু সমাগম অনেকটাই বেশি গঙ্গাসাগরে।

Updated By: Jan 13, 2014, 08:56 AM IST

মাহেন্দ্রক্ষণ শুরু হবে মঙ্গলবার ভোররাতে। দুদিন আগে থেকেই মানুষের ঢল নেমেছে গঙ্গাসাগরে। ইতিমধ্যেই তিনলক্ষের বেশি পুণ্যার্থী পৌছে গিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্তরা। আখড়াগুলিতে জ্বলছে ধুনি। সবমিলিয়ে গঙ্গাসাগর এখন বর্ণময়।মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগরে ঠাসা ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কয়েক লক্ষ পুণ্যার্থী সাগরে পৌছেছেন। গত বছর কুম্ভ মেলার জন্য ভিড় কিছুটা কম ছিল সাগরে। এবার কুম্ভ মেলা নেই। তাই সাধু সমাগম অনেকটাই বেশি গঙ্গাসাগরে।

মেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রায় ছ হাজার পুলিস মোতায়েন করা হয়েছে। রয়েছেন পুলিসের শীর্ষ কর্তারা। পুণ্যার্থীদের জন্য সব রকম স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। ভোর তিনটের পর থেকে শুরু হবে সাগর স্নান। মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নানের টানে লাখো মানুষের সমাগমে গঙ্গা সাগর এখন জমজমাট। প্রশাসনের অনুমান, অন্যবারের থেকে এবছর মেলায় ভিড় হবে অনেক বেশি।

.