বন দফতরের কাছিম বিভ্রাট
আদালতের নির্দেশ না-মেনে গঙ্গায় কচ্ছপ ছেড়ে বেকায়দায় পড়ল বন দফতর। গত পরশু লিলুয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে ৬৪৫টি কচ্ছপ উদ্ধার করে হাওড়া পুলিসের গোয়েন্দা বিভাগ। পরে ওই কচ্ছপগুলিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে।
আদালতের নির্দেশ না-মেনে গঙ্গায় কচ্ছপ ছেড়ে বেকায়দায় পড়ল বন দফতর। গত পরশু লিলুয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে ৬৪৫টি কচ্ছপ উদ্ধার করে হাওড়া পুলিসের গোয়েন্দা বিভাগ। পরে ওই কচ্ছপগুলিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। এরপর কচ্ছপগুলিকে নিরাপদ প্রাকৃতিক স্বাদু জলাশয়ে ছাড়ার জন্য বনদফতরকে নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ না-মেনে দায় ঝাড়তে কচ্ছপগুলিকে মাঝগঙ্গায় ছেড়ে দেয় বন দফতর। এরপর কচ্ছপগুলি পাড়ে উঠে এলে সেগুলি সাধারণ মানুষের নজরে আসে। স্থানীয় বাজারগুলিতে কচ্ছপগুলি ধরে বিক্রি শুরু হয়। ফের অভিযান চালিয়ে বাকি কচ্ছপগুলি ধরে বনদফতর। পরে প্রাণীগুলিকে অন্যত্র ছাড়া হবে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি ইন্ডিয়ান সফ্ট শিল্ড টার্টেল প্রজাতির। খাল-বিল, অগভীর জলা জায়গা তাদের স্বাভাবিক বাসস্থান। ফলে কচ্ছপগুলিকে কেন গঙ্গার মতো স্রোতস্বিনী নদীতে ছাড়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।