চলছে প্রথম দফার ভোট গ্রহণ
বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পারা, রঘুনাথপুরে। পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা এবং রঘুনাথপুরে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোট। বাকি ৪টি কেন্দ্রে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ
ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পারা, রঘুনাথপুরে। পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা এবং রঘুনাথপুরে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোট। বাকি ৪টি কেন্দ্রে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ। বলরামপুরে ভোটে লড়ছেন শাসকদলের হেভিওয়েট প্রার্থী শান্তিরাম মাহাত। বিরোধী জোটের হেভিওয়েটদের মধ্যে রয়েছেন বাঘমুণ্ডিতে কংগ্রেসের নেপাল মাহাত। যে ৩টি জেলায় আজ ভোটগ্রহণ, তার মধ্যে সব থেকে বেশি স্পর্শকাতর বুথ পুরুলিয়াতেই। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সুপার সেনসেটিভ বুথগুলিতে রাখা হচ্ছে সিসিটিভি নজরদারি। ২০১১য় পুরুলিয়ায় ৯টি বিধানসভা আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় কংগ্রেস-তৃণমূল জোট। দুটি আসন জেতে বামেরা। ২০১৪য় পুরুলিয়ার ৭টি বিধানসভা আসনে এগিয়ে ছিল তৃণমূল। একটি করে বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা।