JUST IN: মালদায় মুখ্যমন্ত্রীর ঘরে আগুন, কমিশনকে চিঠি দলের তরফে

মুখ্যমন্ত্রীর হোটেলের ঘরে আগুন। বৃহস্পতিবার মালদার সফরে মুখ্যমন্ত্রীর ঘরে আগুন লাগে। এসি মেশিনে আগুন লাগে বলে জানানো হয়েছে দমকলের তরফে। তখন ঘরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেশের মধ্যে। পৌঁছতে হয় দমকলকেও। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও। অল্পের জন্য রক্ষা পান তিনি। টুইটে একথা জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন।

Updated By: Apr 17, 2014, 10:04 PM IST

মুখ্যমন্ত্রীর হোটেলের ঘরে আগুন। বৃহস্পতিবার মালদার সফরে মুখ্যমন্ত্রীর ঘরে আগুন লাগে। এসি মেশিনে আগুন লাগে বলে জানানো হয়েছে দমকলের তরফে। তখন ঘরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেশের মধ্যে। পৌঁছতে হয় দমকলকেও। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও। অল্পের জন্য রক্ষা পান তিনি। টুইটে একথা জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন।

মুখ্যমন্ত্রীর ঘরে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়রম্যান বিমান বসু। উদ্বিগ্ন সূর্যকান্ত মিশ্রও। খবর পেয়েই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করেন সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রী কেমন রয়েছেন সেবিষয়ে খোঁজখবর নেন তিনি। এই ঘটনার পর বিমান বসুর প্রতিক্রিয়া, "মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন, সেখানে নিরাপত্তা আরও বেশি হওয়া উচিত।"

বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। চিঠি পাঠানো হচ্ছে দলের তরফে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখার আর্জি জানানো হচ্ছে চিঠিতে।

.