বাকি তেলের পড়েছে টাকা, নিশ্চল মালদার দমকল

বাকি পড়েছে প্রায় ৭৬ হাজার টাকা। আর সেই কারণে দমকলকে আর তেল দিতে রাজি নয় মালদা জেলার পেট্রোল পাম্পগুলি। ফলে, এবার বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটলেও গাড়ি নিয়ে যেতে পারবেন না দমকলকর্মীরা। শুনতে অবাক লাগলেও এমনই পরিস্থিতি মালদার দমকল দফতরের।

Updated By: Dec 14, 2011, 06:01 PM IST

বাকি পড়েছে প্রায় ৭৬ হাজার টাকা। আর সেই কারণে দমকলকে আর তেল দিতে রাজি নয় মালদা জেলার পেট্রোল পাম্পগুলি। ফলে, এবার বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটলেও গাড়ি নিয়ে যেতে পারবেন না দমকলকর্মীরা। শুনতে অবাক লাগলেও এমনই পরিস্থিতি মালদার দমকল দফতরের।
বিষয়টি জেলা সভাধিপতি ও রাজ্য দমকল মন্ত্রককে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। মালদা জেলা দমকল দফতর। দফতরের অধীনে রয়েছে ৫টি গাড়ি। গত সাত মাসে এই গাড়িগুলি চালাতে লেগেছে প্রায় ৭৬ হাজার টাকার তেল। আর এই পুরো তেলটাই বাকিতে দিয়েছে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প। কিন্তু, এবার পাম্পগুলি সাফ জানিয়ে দিয়েছে, বাকি টাকা না মেটালে দমকলকে আর একফোঁটাও তেল দেবে না তারা। ফলে, দমকল দফতরে কার্যত দাঁড়িয়ে থাকা ছাড়া ইঞ্জিনগুলির আপাতত আর কোনও কাজই নেই। নিজের অসহায়তার কথা জানিয়েছেন জেলা দমকল দফতরের আধিকারিকরাও।
 
মিডিয়ার মুখোমুখি হয়ে জেলা দমকল দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক রামপদ খানের অকপট স্বীকারোক্তি, মালদা শহরের মধ্যে আগুন লাগলে তাও কোনওভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও জেলার অন্য জায়গা থেকে অগ্নিকাণ্ডে খবর এলে কিছুই করার নেই দমকল কর্মীদের। বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে জেলা সভাধিপতিকে। কিন্তু, মঙ্গলবার পর্যন্তও সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁর তরফে কোনও সদুত্তর মেলেনি।

.