আগুন নেভাতে গিয়ে দমকল আধিকারিকের মৃত্যু

আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন দমকলের এক আধিকারিক। আগুন থেকে বাঁচতে হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত ৮জন। শনিবার রাতে নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

Updated By: Jan 29, 2012, 09:57 AM IST

আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন দমকলের এক আধিকারিক। আগুন থেকে বাঁচতে হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত ৮জন। শনিবার রাতে নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ৮টা নাগাদ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নেভানোর জন্য গুদামের দরজা ভাঙতে যান দমকল আধিকারিক মানিক সাহা। দরজা ভাঙতে গিয়েই পা পিছলে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায়, ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ-এর আরও ২টি ইঞ্জিন । প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান।

.