সকাল গড়িয়ে নিয়ন্ত্রণে এল মহেশতলার আগুন, আসছে ফরেন্সিক দল
শেষ পর্যন্ত রাতভর লড়াইয়ের পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এল মহেশতলার কাপড়ের গুদামের বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ মহেশতলার ওই গুদামে আগুন লাগে।
শেষ পর্যন্ত রাতভর লড়াইয়ের পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এল মহেশতলার কাপড়ের গুদামের বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ মহেশতলার ওই গুদামে আগুন লাগে। গুদামে দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ চেহারা নেয়। গুদামের লাগোয়া একটি স্টুডিওয় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তখন ওই স্টুডিওতে ভেঙ্কটেশ ফিল্মের 'সিঁদুর খেলা' সিরিয়ালের শুটিং চলছিল। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িতেও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০ টি ইঞ্জিন। স্টুডিও থেকে কলাকুশলীদের নিরাপদে বার করে আনা হয়। প্রায় অক্ষত অবস্থায় আছে সিরিয়ালের সেটটিও। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাড়িগুলির বাসিন্দারা রাস্তায় বেড়িয়ে আসেন। বেড়িয়ে আসেন স্থানীয় মানুষও। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণহানি এড়াতে আশপাশের বাড়িগুলি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের।
আগুন লাগার খবর দেওয়ার পরও দমকল দেরিতে পৌঁছনোয় এলাকাবাসীর মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দমকল মন্ত্রী জাভেদ খান যানজটের সাফাই দেওয়ার পাশাপাশি, দমকলের দেরিতে আসা নিয়ে তদন্তের আশ্বাস দেন। তবে ঘটনাস্থলে উপস্থিত মেয়র শোভন চট্টোপাধ্যায় দমকলের বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য আজ ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল।