মুর্শিদাবাদে আত্মঘাতী কৃষক

ফের আত্মঘাতী কৃষক। এবার মুর্শিদাবাদের বড়ঞায়। গতকাল রাতে আত্মহত্যা করেন বোরোধান চাষী বলরাম ঘোষ। নিজের দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন বলরামবাবু।  এরজন্য বাজার থেকে ৪০ হাজার টাকা ঋণও নিয়েছিলেন তিনি। কিন্তু অসময়ের বৃষ্টিতে জল জমে যায় জমিতে। নষ্ট হয়ে যায় সব ফলন।

Updated By: May 25, 2013, 01:15 PM IST

ফের আত্মঘাতী কৃষক। এবার মুর্শিদাবাদের বড়ঞায়। গতকাল রাতে আত্মহত্যা করেন বোরোধান চাষী বলরাম ঘোষ। নিজের দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন বলরামবাবু।  এরজন্য বাজার থেকে ৪০ হাজার টাকা ঋণও নিয়েছিলেন তিনি। কিন্তু অসময়ের বৃষ্টিতে জল জমে যায় জমিতে। নষ্ট হয়ে যায় সব ফলন।
এর জেরে বেশ কিছুদিন ধরেই বলরাম বাবু মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। এরপর গতকাল রাতে জমির পাশের একটি গাছে বলরাম ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের দাবি, ঋণের দায়ে আত্মহত্যা করেছেন বলরাম ঘোষ। বোরো ধান নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের কৃষকরা। কৃষকদের অভিযোগ কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধার কিছুই পৌঁছছে না তাদের কাছে। ধান নষ্ট হয়ে যাওয়ায় সরকারি ক্ষতিপূরন দাবি করছেন কৃষকরা। পরবর্তী চাষের জন্য সরকারকে কৃষকদের  ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলেছে কৃষকসভা।

.