বিস্ফোরক বোঝাই গাড়ির মালিকের হদিশ মিলল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে
বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে বিস্ফোরকবোঝাই গাড়ির মালিকের হদিশ পেল পুলিস। তবে গাড়িটি আটক হওয়ার পর থেকেই, বেপাত্তা তিনি। পুলিসের প্রাথমিক সন্দেহ, স্থানীয় পাথর ও কয়লা খাদানে পাচার হচ্ছিল ওই বিস্ফোরক।
বাঁকুড়ার মেজিয়া, শালতোড়া, গঙ্গাজলঘাঁটি ও বড়জোড়া থানার বিভিন্ন এলাকায় যত্রতত্র ছড়িয়ে বহু পাথার খাদান। এছাড়াও রয়েছে একাধিক কয়লা খাদান। পাথর ও কয়লার চাঁই ভাঙার জন্য বেআইনিভাবে বিস্ফোরণ ঘটানো হয়। একাজে ব্যবহার করতে হয় ইলেকট্রিক ডিটোনেটর। পুলিসের অনুমান, গঙ্গাজলঘাঁটিতে আটক হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক ওই উদ্দেশেই আনা হচ্ছিল। চেকিংয়ের সময় তা ধরা পড়ে যায়। সবমিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় পচিশ হাজার ডিটোনেটর।
যে গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক, গতবছরই বাঁকুড়া আরটিও অফিসে তার রেজিস্ট্রেশন করানো হয়েছে। শালতোড়ার কুস্থলিয়া গ্রামের রেশমা বিবির নামে রয়েছে গাড়িটি। তবে ঘটনার পর থেকে বেপাত্তা ওই মহিলা। তাঁর খোঁজ পাওয়া গেলে, বিস্ফোরক-রহস্যের জট অনেকটাই কাটবে বলে আশা পুলিসের ।