ভাঙনের কবলে মালদার মানিকচকের গঙ্গার পাড়
মালদার মানিকচকে শুরু হয়েছে গঙ্গার ভাঙন। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যেই তলিয়ে গেছে প্রায় একশো মিটার এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা ভাঙন বাড়তে থাকলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি। জেলাশাসকের আশ্বাস, কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পার বাধানোর কাজ।
মালদার মানিকচকে শুরু হয়েছে গঙ্গার ভাঙন। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যেই তলিয়ে গেছে প্রায় একশো মিটার এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা ভাঙন বাড়তে থাকলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি। জেলাশাসকের আশ্বাস, কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পার বাধানোর কাজ।
নিদ্রাহীন রাত কাটছে, মানিকচকের ডোমহাট, মদনটোলা, ভুবনটোলা, জোতপাট্টার বাসিন্দাদের। কারণ, দক্ষিণ পশ্চিম হাওয়ার দাপটে পার ভাঙছে গঙ্গার। হিসেব মতো প্রায় একশ মিটার এলাকাজুড়ে চলছে ভাঙন।
সামনেই বর্ষা। নদীর জল বেড়ে ভাঙন তখন মারাত্মক আকার নেবে। এখনই যদি পার বাধানোর কাজ শুরু করা না যায়, তাহলে বিস্তীর্ণ এলাকা চলে যাবে নদীগর্ভে। অথচ দায়িত্বে থাকা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বক্তব্য, পরিকল্পনা পাঠানো হলেও, এখনও টাকা বরাদ্দ করেনি কেন্দ্র।
জেলাশাসকের দাবি, দ্রুতই পরিকল্পনা তৈরি করে সেচ দফতরের কাছে যাবে ব্লক প্রশাসন। কাজও শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। জেলাশাসকের এই ভরসাতেই এখন বুক বাঁধছে মানিকচকের মানুষ।